An interview with Bonik Barta prior to the 2019 budget:
Published on: May 21, 2019
উপযুক্ত ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট (আর্থিক উপকরণ) ডিজাইন ও তা প্রবর্তনে ব্যর্থতার কারণেই আইনী কাঠামো’য় অর্থ-সম্পদ স্থানান্তরের অপূর্ণ চাহিদা অপ্রতিষ্ঠানিক (কার্ব) বাজারকে সজীব রেখে অর্থপাচার নিশ্চিত করে। প্রতিষ্ঠানিক লেনদেনে বিলম্ব ও অনেকক্ষেত্রে অনিশ্চিত জটিলতার কারণে প্রতিষ্ঠানিক পথের বাইরে অনেকেই বৈদেশিক মূদ্রা দেশে পাঠাতে পারে এবং সেপথে আসা অর্থ পাচার-চাহিদা আংশিকভাবে হলেও মেটায়। কিন্তু বিরাজমান আইনী ব্যবস্থায় উপযুক্ত আর্থিক উপকরণ না থাকায় অর্থ-পাচারের চাহিদা তীব্র হলে কার্ব বাজারও চাঙ্গা হয়। এক স্থান থেকে অন্যত্র অর্থ স্থানান্তরের চাহিদা চিরন্তন এবং তা ভালো-মন্দে মেশানো। সাদামাটা ভাবে বললে, আইনকে ধোকা দিয়ে আমদানী চালান-মূল্য বাড়িয়ে (ওভার ইনভয়েসিং) অথবা কার্ব বাজার থেকে ক্রয় বা হুন্ডী’র মাধ্যমে সঞ্চয়ের (অর্থ-সম্পদের) দেশান্তরকে আমরা অর্থ-পাচার হিসেবে গণ্য করি।
1207