Identifying extreme poor
November 10, 2010
ক্ষুদ্রঋণের সুদের হার বেঁধে দেয়া ও ক্ষুদ্রঋণ – বাজারের সুব্যবস্থাপনার জন্য বিধি কাঠােমা
December 12, 2010

ক্ষুদ্রঋণ: সুদ ও বাজারের সুব্যবস্থাপনা

ক্ষুদ্রঋণ: সুদ ও বাজারের সুব্যবস্থাপনা
সাজ্জাদ জহির

সকলেই স্বীকার করেন যে বাংলাদেশে এনজিও এবং ক্ষুদ্রঋণ খাতের বিকাশ পরিচ্ছনড়ব আইনি পথে চলেনি। অথবা, আইনি তদারকী না থাকায় এই খাত বিকাশের সুযোগ পেয়েছিল। ‘অনিয়ম’-এর দুটো দিকের সঙ্গেই আমরা পরিচিত। একদিকে নিয়ম-শৃঙ্খলার অনুপস্থিতিতে দূরবর্তী স্থানে ঋণ সরবরাহের উদ্ভাবনী ব্যবস্থা প্রসারের সুযোগ ঘটে; অপরদিকে তদারকির অভাবে সঞ্চয়ের নামে গরীবের অর্থ আÍসাতের দষ্টৃ ান্তও রয়েছে। তবে, সহজলভ্য অর্থে দারিদ্র্য বিমোচনের জন্যই হোক, আর ঋণ ব্যবসার কারণেই হোক, ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় এ দেশে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখানে অনেকের কর্মসংস্থান হয়েছে। এমনকি অর্জিত পুঁজি কোনো কোনো ক্ষেত্রে বিশাল আকার ধারণ করে অন্যান্য বাণিজ্যিক অঙ্গনে প্রসারিত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তা আন্তর্জাতিক রূপও নিয়েছে।

Read More 1102