Capital flight and problems of capital formation
July 1, 2012
Shahabag: Selected Reflections
February 10, 2013

ভিন্ন দৃষ্টিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির পথ পরিক্রমা

September 12, 2012

সাজ্জাদ জহির
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে দর্শক-শ্রোতা হিসেবে অর্থনীতি সমিতি’র সাথে আমার প্রথম পরিচয় ১৯৭৬ সনে – টিএসসি অঙ্গনে এক সম্মেলনে। বি,আই,ডি,এস-এর গবেষক মহিউদ্দিন আলমগীর সেসময় সমিতি’র সভাপতি ছিলেন এবং ‘বাংলাদেশ কোন পথে এগুচ্ছে’ শীর্ষক সে সম্মেলনে অনেক গুণীজনের নিবন্ধ উপস্থাপিত হয়েছিল। পরবর্তীতে ১৯৮১ সনে কাজী খলীকুজ্জামান আহমদ-এর সাথে যৌথভাবে একটি নিবন্ধ উপস্থাপনের সুযোগ ঘটে। নব্বুইয়ের দশক জুড়ে সমিতি’র কর্মকান্ড অনেকের দৃষ্টি কাড়ে। বিশ্বায়ন ও অর্থনীতিক কর্মকান্ডের বি¯তৃতির ফলে দেশের অর্থনীতিক নীতি প্রনয়নে অর্থনীতি সমিতি’র ভূমিকা অনেক বেশী দৃশ্যমান হয়। এমনই এক সময়ে সাধারন স¤পাদকের দায়িত্ব নিয়ে ১৯৯৮-২০০০ সময়কালে আমি সমিতি’র কাজের সাথে জড়িয়ে পড়ি। পরবর্তী একযুগ বাইরে থেকে সমিতি’র কর্মকান্ড স¤পর্কে অবগত হয়েছি – সেই সামগ্রিক অভিজ্ঞতা থেকে উদ্ভুত ভাবনা এ নিবন্ধে ব্যক্ত করলাম।

Read More 1251